প্রাণের ৭১

ভারতে আর থাকছে না তিন তালাক

অন্য দলগুলোর বিরোধিতার মুখেই ভারতের লোকসভায় আবারও তিন তালাক প্রথা রদের বিল পাশ হয়েছে। শুক্রবার ১৭তম লোকসভা অধিবেশনের শুরুতেই বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

 

এসময় বিলটিকে লিঙ্গ সমতা ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি পাশের ওপর জোর দেন তিনি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্য দলগুলোর বিরোধিতার পরও ১৮৬ ভোট পেয়ে পাশ হয় তিন তালাক রদের বিলটি। তবে কেবল রাজ্যসভায় পাশ হলেই বিলটি কার্যকর হতে পারবে।

 

এর আগে, তিন তালাক নিষিদ্ধের আদেশ দেয় ভারতের সুপ্রিমকোর্ট। মোদি সরকারের প্রথম মেয়াদে ১৬তম লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায় বিরোধিতার কারণে আটকে যায় সে বিলটি। বিলটিতে বলা হয়েছিলো ‘কোনো মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে তাৎক্ষণিকভাবে তালাক শব্দটি উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদ করলে তার তিন বছরের কারাদণ্ড হবে’। বাতিল হওয়া সে বিলই এবার পাশ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*