প্রাণের ৭১

মা-বাবার ধূমপান মৃত্যুর কারণ হতে পারে আপনারও।

আপনি হয়তো কখনও ধূমপান করেন নি কিন্তু তাই বলে ধূমপানের কারণে যেসব অসুখ হতে পারে আপনি কি তার ঝুঁকি থেকে মুক্ত?

যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অধূমপায়ী হলেও আপনি যদি এমন একটি পরিবারে বেড়ে উঠেন যেখানে আপনার পিতামাতা ধূমপান করতেন, তাহলে আপনারও কিন্তু ফুসফুসের গুরুতর অসুখ হতে পারে।

গবেষকরা বলছেন, প্রতি বছর প্রাপ্ত বয়স্ক যতো মানুষের মৃত্যু হয় তাদের প্রতি এক লাখের মধ্যে সাতজন মারা যায় শৈশবে এরকম প্যাসিভ স্মোকিং ( নিজে ধূমপান করেন না কিন্তু ধূমপায়ীদের সাথে থাকেন) এর কারণে।

আমেরিকান ক্যান্সার সোসাইটি প্রায় ৭১ হাজার অধূমপায়ী নারী পুরুষের উপর এই গবেষণাটি চালিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফুসফুসের অসুখ থেকে শিশুদের রক্ষা করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে ধূমপান করা ছেড়ে দেওয়া।

গবেষণায় দেখা গেছে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও যদি তারা ধূমপায়ী ব্যক্তিদের সাথে বসবাস করে থাকেন, তাহলে তাদের বেলায় অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি হয়েছে।

অধূমপায়ীদের সাথে যারা বেড়ে উঠেছেন তাদের সাথে তুলনা করে গবেষণাটি বলছে, প্রতি সপ্তাহে কেউ যদি ১০ ঘণ্টা বা তারও বেশি ধূমপায়ীদের সাথে কাটায় তাহলে তাদের ইস্কিমিক হার্ট ডিজিজে মৃত্যুর সম্ভাবনা ২৭ শতাংশ। ধমনী সঙ্কুচিত হয়ে হৃৎপিন্ডের মাংসপেশীতে অক্সিজেন ও রক্তের সরবরাহ কমে গেলে এধরনের হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে।

এই একই কারণে স্ট্রোকের ঝুঁকি থাকে ২৩ শতাংশ। আর ফুসফুসের বড়ো রকমের সমস্যা হওয়ার আশঙ্কা ৪২ শতাংশ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*