প্রাণের ৭১

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ভুয়া ডিবি পুলিশের তিন সদস্য গ্রেফতার হয়েছে।

রোববার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বারইয়ারহাট পৌরবাজারের উত্তর পাশে ইউটার্নের পশ্চিম দিক থেকে তাদের গ্রেফতার করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন বরগুনার আমতলী থানার পাতাকাট গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মো. ইউসুপ (৩০), ঝালকাঠির নলছিটি থানার আমতলী গ্রামের ইস্কান্দার মাস্টারের পুত্র আসাদুজ্জামান খাঁন (৩০), এবং শরিয়তপুরের জাজিরা থানার গোপালপুর গ্রামের জব্বার খাঁন এর পুত্র আলমগীর (৩০)।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে তাদের উপজেলার মিঠাছড়া বাজার ও বিকেলে ছিনকিআস্তানা এলাকায় ভূয়া ডিবি পুলিশের এই চক্রটির সশস্ত্র উপস্থিতি ও তৎপরতা লক্ষ্য করা যায়।

জোরারগঞ্জ থানার ওসি তদন্ত মোজাম্মেল হক জানান, গ্রেফতারকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, একটি ওয়াকিটকি, ২টি ডিবির জ্যাকেট (কোটি), এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-১৫৬০) জব্দ করে পুলিশ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*