প্রাণের ৭১

মেসিকে কি ম্যারাডোনা হতে হবে?

বিশ্বকাপ ফুটবলে আজকে যে খেলার দিকে সবার নজর থাকবে সেটি হচ্ছে ডি গ্রুপের আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ।
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচেই যেভাবে আইসল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ড্র করে মূল্যবান পয়েন্ট খুইয়ে বসেছে, তাতে তাদের সমর্থকরা রীতিমত হতাশ।
অন্যদিকে ক্রোয়েশিয়া প্রথম খেলাতেই নাইজেরিয়াকে হারিয়ে ইতোমধ্যেই মোটামুটি সুবিধেজনক অবস্থানে।
ক্রোয়েশিয়াকে বেশ শক্ত এবং ভালো দল বলেই বিবেচনা করছেন অনেকে। এ অবস্থায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলায় আজকে আর্জেন্টিনা কি রকম চাপের মধ্যে থাকবে?
বিবিসির সাবেক স্পোর্টস এডিটর এবং ক্রীড়া ভাষ্যকার মিহির বোস বলেন প্রথম খেলায় সবাই ভেবেছিলো আর্জেন্টিনা সহজেই জিতবে কিন্তু তারা খুব একটা ভালো খেললোনা।
“ক্রোয়েশিয়া ভালো দল। তাদের লিওনেল মেসির মতো খেলোয়াড় নেই। কিন্তু লুকা মাদ্রিকের মতো দারুণ খেলোয়াড় আছে। আর অনেকেই মনে করেন গত দু দশকে এটা ক্রোয়েশিয়ার সবচেয়ে ভালো টীম”।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*