প্রাণের ৭১

লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স!

চলতি সপ্তাহের শেষ দিকে লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স।

চলতি সপ্তাহের শেষ দিকে লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স। নিত্য প্রয়োজনীয় নয় যেসব দোকানগুলো বন্ধ ছিল তারা আবার সেগুলো চালু করতে পারবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, লকডাউন শিথিলের পাশাপাশি এবারের বড়দিনে সবাই পরিবারের সঙ্গে একত্রিত হতে পারবেন। তবে বার ও রেস্তোরাঁগুলো জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫০ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, দেশটি এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ পার করেছে। বড়দিনকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর থেকে লকডাউন শিথিল করা হচ্ছে।

সেই সঙ্গে সাধারণ ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে এবং সিনেমা হলও চালু করা হবে। গেল সোমবার ফ্রান্সে নতুন করে চার হাজার ৩৫২ জন করোনা শনাক্ত হয়েছে এবং এই সংখ্যা গেল ২৮ সেপ্টেম্বর থেকে সর্বনিম্ম।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*