প্রাণের ৭১

সকালে আ’লীগের কার্যনির্বাহী কমিটি বিকেলে বিএনপি’র স্থায়ী কমিটি বৈঠকে বসছেন

মোহাম্মদ হাসানঃ করোনা সংকটময় সময়ে স্থবির হয়ে পড়া সাংগঠনিক কর্মকাণ্ডে গতি ফেরাতে ও ঝুলে থাকা সিদ্ধান্তগুলো চূড়ান্ত করতে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দ্বিতীয়বারের মতো বসেছে। সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সূত্রে প্রকাশ, আজ ৩ অক্টোবর শনিবার বেলা ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ৮১ সদস্যের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাত্র ৩২ জনকে নিয়ে এ সভা বসছে।

এদিকে চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি।

আজ ৩ অক্টোবর শনিবার বিকেলে এ বৈঠক (ভার্চুয়াল) অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

জানা গেছে, ঢাকা-১৮ আসনের উপনির্বাচন ঘিরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে যে কোন্দল সৃষ্টি হয়েছে- তা নিরসনে নেতারা আলোচনা করবেন। এছাড়াও সাংঘর্ষিক পরিস্থিতি এবং সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও পর্যালোচনা হবে বৈঠকে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*