প্রাণের ৭১

সমালোচনার মুখে শরীয়াহ আইনের মৃত্যুদণ্ডের বিধান স্থগিত করল ব্রুনেই

ব্রনেইয়ের সরকার  জানিয়েছে, ব্যভিচার বা সমকামিতায় জড়িত থাকার অপরাধে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের যে আইন করা হয়েছিল তা এখনই কার্যকর করা হবে না। সম্প্রতি দেশটিতে এই কঠোর ইসলামী আইন প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কঠোর শরীয়াহ আইন প্রয়োগের বিষয়টি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

রবিবার ব্রনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।

 

ব্রনেইয়ের সুলতান জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, শরিয়াহ দণ্ডবিধির সাথে সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ডের বিধানে ‘স্থগিতাদেশ’ আরোপ করবে তার দেশ।

 

তিনি বলেন, যেহেতু দুই দশকেরও বেশি সময় ধরে আমরা সাধারণ আইনের অধীনে মৃত্যুদন্ড কার্যকর করতে স্থগিতাদেশ প্রয়োগ করেছি। তাই বিষয়টি শরিয়াহ আইনের অধীনেও প্রয়োগ করা হবে।

 

ব্রনেইয়ের সুলতান জানান, ২০১৫ সালে স্বাক্ষরিত জাতিসংঘের ‘কনভেনশন অ্যাগেইনস্ট টর্চার’-এর  আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ব্রনেই।

 

তিনি বলেন,  ইসলামী আইনটির বাস্তবায়ন সম্পর্কে অনেক প্রশ্ন ও ভুল ধারণা রয়েছে।

 

 

আমি এ বিষয়ে ওয়াকিবহাল রয়েছি। তবে, আমরা বিশ্বাস করি যে, একবার এ বিষয় ধারণা পরিস্কার হয়ে গেলে আইনটির (শরিয়াহ) গ্রহনযোগ্যতা প্রমাণিত হবে।

সুলতান বলেন, শরীয়াহ আইন সম্পর্কে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। কারণ এটি আল্লাহর রহমত ও আশীর্বাদ দ্বারা পরিপূর্ণ।

 

সূত্র : কিয়োদো নিউজ






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*