প্রাণের ৭১

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী

সদর উপজেলার পিপুলবাড়ীয়া ও হরিনাহাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে দুই স্কুলছাত্রী।

শনিবার আদালতের পেশকার আবদুস সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

পিপুলবাড়ীয়া গ্রামে ফরিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মিম খাতুনের (১৫) সঙ্গে কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে আবু বক্কারের (২০) বিয়ের আয়োজন চলছিল।

অন্যদিকে, হরিনাহাটা গ্রামে হাবিবুর রহমানের মেয়ে ও স্থানীয় মহিলা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী তাসুমা খাতুন পাখির (১৪) সঙ্গে একই এলাকার চাঁদপাল গ্রামের মৃত ছবের আলীর ছেলে ফারুখ শেখের (২২) বিয়ের আয়োজন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে দুটি বন্ধ করার পাশাপাশি দুই ছাত্রীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেয়ার বিষয়ে অভিভাবকদের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়। সেই সাথে হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*