প্রাণের ৭১

সুবর্ণচরে গণধর্ষণ: ৪ আসামি রিমান্ডে, আরেকজনের আত্মসমর্পণ

সুবর্ণচর উপজেলায় স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় আরও চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার ২ নং আমলি আদালতের বিচারক নবনীতা গুহ আসামি বেচু মাঝিকে দুই দিন এবং রুবেল, আরমান ও রায়হানকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার আরেক আসামি উত্তর বাগ্যার এলাকার সিরাজ মিয়ার ছেলে ফজলু একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে, গত ৩ এপ্রিল একই আদালতে আসামি আবুল বাশারের তিন দিন ও ইউসুফ মাঝির দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল জানান, এ পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার এবং তিনজন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

উল্লেখ্য, ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্যাতিত নারী ও তার স্বামী মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উত্তর বাগ্যা এলাকায় উপজেলা নির্বাচনে তালা প্রতীকের প্রার্থীর সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে ১০-১২ জন তাদের গতিরোধ করে মারধর করেন।

এ সময় বেচু মাঝি, বজলু ও আবুল বাসার ওই নারীর স্বামীকে আটকে রেখে তাকে পার্শ্ববর্তী রুহুল আমিনের মাছের খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে স্বামীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়। রাতেই নির্যাতিত নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*