প্রাণের ৭১

সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছে।

সৌদি আরবে আল সাউদ পরিবারের সিনিয়র সদস্য প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার দেশটির রাজপরিবার থেকে জানানো হয় ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশটির সংস্কারপন্থী এই প্রিন্স।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি ধনকুবের আলওয়ালিদ বিন তালালের বাবা বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।

১৯৬০ এর দশকে নির্বাসনে ছিলেন প্রিন্স তালাল। সেসময় মিসরীয় প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের সঙ্গে এক হয়ে সৌদি আরবের সাংবিধানিক পরিবর্তন দাবির কারণে তার পাসপোর্ট বাতিল করে সৌদি কর্তৃপক্ষ। ১৯৬৪ সালে ফয়সাল বিন আব্দুলআজিজ আল সাউদ বাদশা হওয়ার পর আবার সৌদি আরবে ফিরে আসেন তিনি।

২০১১ সালে তিনি অ্যালিজিয়েন্স পরিষদ থেকে পদত্যাগ করেন। সৌদি নারীদের গাড়িচালানোর অনুমতির পক্ষে অবস্থান ছিলেন তার। রবিবার তার জানাজা অনুষ্ঠিত হবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*