প্রাণের ৭১

২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছে আরও ৩৮ জন,শনাক্ত ৩৮০৩ সুস্থ ১৯৭৫

মোহাম্মদ হাসানঃ দেশে প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও কিছু মানুষের মধ্যে থেকে সচেতনতা প্রায় উধাও। তাঁরা মাস্ক ছাড়াই বাজার-হাটে বেরোচ্ছেন। হাত ধোয়া,স্যানাটাইজ় তো দূরের কথা।

গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩৮ জনের। যার হাত ধরে দেশে করোনা সংক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৪৩ জন।নতুন শনাক্ত ৩৮০৩ জন সহ দেশে এই মুহুর্তে শনাক্ত এক লাখ দুই হাজার ২৯২ জন। তবে আশার কথা হলো গত ২৪ ঘন্টায় ১৯৭৫ জন সহ মোট ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ বুলেটিনের শুরুতে সূচনা বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, এ করোনা ১/২/৩ মাসে শেষ হবার নয়, এটা ২/৩ বছরেও শেষ হবে না।বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন বলেই এখন জীবন আর জীবিকা সমান্তরালে চলতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সর্বোপরি তিনি সকল নাগরিকগণের ব্যাক্তি সচেতনতার উপরই বেশি জোর দিয়েছেন তাঁর বক্তব্যে

এরপরই প্রতিদিনের মতো বুলেটিনে ডাঃ নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ হাজার ৩৪৯ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ২৫৯ টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৬৭ হাজার ৫০৩ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৮হাজার ৮০৩ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৮৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৪৩ জনের পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বরও ১ হাজার ৯৭৫ মোট ৪০ হাজার ১৬৪ জন।

বুলেটিনে ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে চার লাখ। ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার দুইশ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৪১ হাজারের মতো। মোট আক্রান্ত ৮৪ লাখের বেশি মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৪ লাখ ২৭০ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৫ লাখ ৩৩ হাজার ৮৭৫ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৪ হাজার ৪৫২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪৪ লাখ ১৪ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।

নতুন করে আট শতাধিক প্রাণহানিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার। তবে বুধবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে ১২শ’র বেশি মানুষের। মোট মৃত্যু ৪৬ হাজার ৭শ’র মতো। আক্রান্ত ৯ লাখ ৬০ হাজার।

প্রতিবেশি পেরু এদিন সংক্রমণের দিক থেকে ছাড়িয়ে গেছে ইতালিকে। দেশটিতে মোট আক্রান্ত আড়াই লাখ মানুষ; প্রাণহানি সোয়া সাত হাজার। হটস্পট লাতিন আমেরিকার আরেক দেশ চিলিতেও সংক্রমণ দু’লাখ ছাড়িয়েছে।

অপরদিকে, মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। এরমধ্যে আক্রান্ত হয়েছে দেড় লাখের বেশি মানুষ। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সংক্রমণ তিন লাখ ছুঁয়েছে যুক্তরাজ্যে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪২ হাজার।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*