প্রাণের ৭১

২৮ নভেম্বর মীরসরাই উপজেলা যুবলীগের সম্মেলনে আইটি বিশেষজ্ঞ রুহেল প্রধান অতিথি: সাজ সাজ রব

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন আসছে ২৮ নভেম্বর। দীর্ঘ প্রায় ৭বছর পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি ডিজিটাল বাংলাদেশ গড়ার শুরুর দুই কারিগরের একজন, আইটি বিশেষজ্ঞ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল। পুরো উপজেলা জুড়ে আসন্ন সম্মেলন ঘিরে যুবলীগ নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহ উৎসবের আমেজ দেখা যাচ্ছে।

আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগ মীরসরাই উপজেলা শাখার সম্মেলন উদ্বোধন করবেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সাধারণ সম্পাদক, হাটাজারি উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল আলম। সভাপতির করবেন উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক।

যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মান্না, মাহফুুল আলম, নুরুল আবছার সেলিম, চেয়ারম্যান কমরুল হায়দার চৌধুরী পৃথক পৃথক আলোচনায় জানালেন, যদিও বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি মহামারি করোনা আয়োজনে কিছুটা বাঁধ সেধেছে তদুপরিও সার্বিক প্রস্তুতি শেষের দিকে। সকাল থেকে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে নির্ধারিত সংখ্যক কাউন্সিলর ও ডেলেগেটগণ স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ পত্র দেখিয়ে সম্মেলন স্থলে প্রবেশ করবেন। যেহেতু করোনা সংকটময় সময় সেহেতু সকল প্রকার মিছিল শোডাউনকে নিরুৎসাহিত করা হয়েছে। সিসি ক্যামেরা দ্বারা পুরো অনুষ্ঠান মনিটরিং এর পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণদের পাশাপাশি নিজস্ব শৃঙ্খলা উপ কমিটির সদস্যগণকে সক্রিয় রাখা হয়েছে। সর্বপরি একটি সুশৃঙ্খল বর্ণিল সম্মেলন উপহারের আশাবাদ ব্যাক্ত করেন এই যুব নেতারা।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*