প্রাণের ৭১

৪ মাসে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১৮, ধর্ষণের ঘটনা ৩৫৪টি

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১৮ জন নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৫৪টি আর শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৩৪টি। ১৪৪ শিশু খুন হয়েছে। গুম হয়েছে অন্তত ছয়জন জানিয়ে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক নিরাপত্তা জোট। তাই নাগরিক নিরাপত্তায় বৃহৎ ঐক্য গঠনের আহ্বান জানান জোটের নেতারা।

 

শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে আইনের শাসন, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত নাগরিক নিরাপত্তা জোটের সংবাদ সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেকগুলো সামাজিক আন্দোলনের সংগঠন মিলে এ জোট গঠন করা হয়েছে। বাকি সংগঠনগুলোকেও এ জোটে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রাজনৈতিক দলের ভূমিকায় শূন্যতা তৈরি হওয়ায় নাগরিকদের নিজেদেরই এগিয়ে আসতে হবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*