প্রাণের ৭১

৭ই মার্চের ভাষণের পর বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েঃ ইঞ্জিনিয়ার মোশাররফ

মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন আমি জানি বঙ্গবন্ধু বাংলাদেশ ও দেশের মানুষকে কতটুকু ভালবাসতো। কারণ আমি বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছি। পিতার পদান্ক অনুসরণ করে যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে দূর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আজ ২৪ মার্চ বুধবার দুপুরে বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তঃওয়ার্ড ক্রীড়া উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও গুনীজন সংর্বধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণে মূলত স্বাধীনতার ঘোষণা হয়েছিলো। কারণ ওই ভাষণের পর বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। আর বঙ্গবন্ধু ১০ই জানুয়ারী দেশে ফিরে না আসলে আমরা পূর্ণ স্বাধীনতা পেতাম না। কিন্তু সেই জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।



(পরবর্তি সংবাদ) »



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*