প্রাণের ৭১

Saturday, August 11th, 2018

 

গুজব ঠেকাতে টিভি বিজ্ঞাপন প্রচার মিশরে।

মিশরে ফেসবুকসহ সামাজিক নেটওয়র্কে ‘গুজব’ ঠেকাতে টেলিভিশনে সতর্কতামূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। দেশটিতে তিন মাসে ২১ হাজার গুজব ছড়িয়েছে। এক জনসমাবেশে এই তথ্য তুলে ধরে মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি গুজব ছড়ানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। এরপর থেকে সতর্কবার্তা দিয়ে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। দেশটিতে সামাজিক নেটওয়র্কে সর্বশেষ ছড়িয়েছিল যে, একটি মানব পাচারকারী দল তিনটি শিশুকে কায়রোতে ধরে নিয়ে যাওয়ার পর হত্যা করেছে। এটি প্রত্যাখান করে বিজ্ঞাপন প্রচার করা হয় একটি বেসরকারি টেলিভিশনে। সেই বিজ্ঞাপনে নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে প্রচারণাটিকে গুজব হিসেবে বর্ণনা করা হয়।


“ফেসবুক কেন, ক্ষতিকর যা কিছু সব বন্ধ করা হবে”

বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হলে ফেসবুকসহ যে কোন কিছু বন্ধ করতে হবে। “আমার কাছে রাষ্ট্রটা অনেক বড়। রক্ত দিয়ে ওটা তৈরি করেছি। আমার রাষ্ট্রকে আমি কোনভাবে বিপন্ন হতে দিতে পারি না,” বিবিসি বাংলাকে মি: জব্বার বলেন। ”এটা প্রযুক্তির জন্য না কোনকিছুর জন্যই না….সহজ হিসাব, ” তিনি বলেন। “রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর ফেসবুক কেন, যা ক্ষতিকর হবে তাই বন্ধ করতে হবে।” সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল ব্যবহার যেমন লক্ষ্য করা গেছে। আর তা নিয়েআরো পড়ুন