প্রাণের ৭১

Saturday, October 31st, 2020

 

পরিবার ও জাতির কল্যাণে মিত্যব্যয়ি হওয়ার বার্তা দেয় বিশ্ব মিতব্যায়িতা দিবস: মোহাম্মদ হাসান

আজ বিশ্ব মিতব্যায়িতা দিবস। ১৯২৪ সাল থেকে বিশ্ব পালন করে আসছে দিবসটি। “ছোট ছোট ব্যয় সমদ্ধে সাবধান হও। একটি ছোট ছিদ্র মস্তো বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে “। বিজ্ঞানি ফ্রাকলিনের এ মন্তব্যের খ্যাতি বিশ্ব জুড়ে। বাস্তবতায় অপচয়কারীরা নিজের জন্য তো নয়ই, বরং সমাজ, পরিবার ও জাতির জন্যও কিছু করতে পারে না। মিতব্যায়িতা প্রসঙ্গে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, “আর তোমরা খাবে ও পান করবে, কিন্তু অপচয় করবে না; নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।” প্রয়োজনের অতিরিক্ত খরচ করার মাধ্যমে মানুষ যেমন সীমা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হয় তেমনি সমাজে এর কুপ্রভাব বিস্তার লাভআরো পড়ুন