প্রাণের ৭১

SSC 2004 HSC 2006 BATCH BANGLADESH এর প্রবাসী বন্ধুদের অফিসিয়্যাল মিটঅাপ।

“চার ছয় বন্ধুত্বের হবে জয়” এই মুলমন্ত্র ধারণ করে ৩১ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাতের অাল মামজার পার্কে SSC 2004 HSC 2006 BATCH BANGLADESH এর প্রবাসী বন্ধুদের অফিসিয়্যাল মিটঅাপ।

 

 

 

উক্ত মিলনমেলার মুল উদ্যেশ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রুপের সদস্যদরা একত্রিত হয়ে কিছু সময়ের জন্য আনন্দ-উল্লাসে মেতে উঠা।

 

মুল আকর্ষন ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও বন্ধুদের দিনভর আড্ডা।

 

 

 

অনুষ্টানটির সার্বিক ব্যাবস্হাপনায় ছিল ০৪/০৬ ব্যাচ বাংলাদেশে গ্রুপের সদস্য মুহাম্মদ ইলিয়াস এবং সহযোগী হিসাবে ছিল গ্রুপের সদস্য মোঃজাহিদুল অালম,মিজান রহমান,অাহম্মদ মনির,মিনহাজ ইবনে অালিম,সাইফুল,নুরুল হুদা রুবেল,হাফিজুর রহমান সুমন,সেজুতি অারিফ ও জাফর মজুমদার৷

 

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এস.এস.সি. ২০০৪ এইচ,এস ,সি ২০০৬ ব্যাচ বাংলাদেশ এর বন্ধুদের বিশেষ করে গ্রুপের অন্যতম সদস্য মোঃ ইলিয়াসের উদ্যোগে সকল বন্ধুরা কিছু সময়ের জন্য কর্মজীবনের সকল ব্যাস্হতাকে ভুলে মেতে উঠেছিল আনন্দ উল্লাসে।

 

বর্ণিল নানা আয়োজনের মাধ্যমে সারাদিনব্যাপী চলে বিভিন্ন নাচ গান ও খেলাধুলার প্রতিযোগীতা এবং বন্ধুদের আড্ডা-মাস্তি।

 

ঠিক যেন কৈশোর বয়সে ফিরে যাওয়ার মতো।

 

 

 

 

 

মুলত SSC 2004 & HSC 2006 BATCH BANGLADESH একটি ফেইজবুক ভিত্তিক সংগঠন৷

 

 

 

গ্রুপটির উদ্দেশ্যে জানতে চাইলে উক্ত গ্রুপের সদস্য মোঃ ইলিয়াস জানান অামাদের উদ্দেশ্য হচ্ছে অামরা যারা 2004 সালে SSC পরীক্ষায় অংশগ্রহন করেছি তাদের সবাইকে ধর্ম,বর্ন,গোত্র নির্বিশেষে একই ছাদের নিচে নিয়ে অাসা৷

 

সকল বৈষম্য ভুলে বন্ধুত্বের বন্ধন আরও শক্ত করা যাতে আমরা একে অন্যের বিপদে আপদে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারি৷

 

গ্রুপটির আরেক সদস্য মিজান রহমান জানান অনেক কিছুই অাছে যা অামরা একা চাইলে সম্ভব না কিন্তু যখন অামরা একত্রিত হব সবই আমাদের জন্যে সম্ভব হবে।

 

সেটা হতে পারে বিপদগ্রস্থ কোন বন্ধুকে সাহায্য সহোযোগীতা করা এবং প্রিয় মাতৃভুমির যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ,

 

দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাড়াঁনো,

 

বিভিন্ন সামাজিক সচেতনতামুলক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রাখা ইত্যাদি৷

 

গ্রুপের অন্যতম সদস্য মতিউর রহমান জানান একই সাথে বেড়ে উঠা সমবয়সী বন্ধুরা মিলে আর্তমানবতার সেবায় এমন কিছু করে যেতে চাই যা আগামী প্রজন্মের কাছে উদাহরণ হিসেবে থাকবে৷অদুর ভবিষ্যতে ইউ এ ই তে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে অামরা দেশের মুখ উজ্জল করতে চাই৷






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*