প্রাণের ৭১

আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করি না: মুমিনুল

বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কথা মনে হলেই টাইগারদের আক্ষেপের আগুনে পুড়তে হয়। সবশেষ এই মাঠেই ২০১৯ সালের সেপ্টেম্বরে টেস্টের নবীন দল আফগানিস্তানের মুখোমুখি হয়ে ২২৪ রানের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু এই চট্টগ্রামে। তার আগে সাগরিকার আকাশে আফগানিস্তানের কাছে হেরে যাওয়া গ্লানির কথা টাইগারদের বারবার মনে করিয়ে দেয়। দেশের টেস্ট ইতিহাসের অন্যতম লজ্জাজনক পরাজয় কি প্রভাব ফেলছে না, আরেক চট্টগ্রাম টেস্টের আগে?

বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানালেন চমকপ্রদ কথা। তার দাবি, তিক্ত এই অতীতকে ভুলে গেছেন। বরং নতুন শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কীভাবে ভালো করা যায়, সেদিকেই নজর কক্সবাজারের এই ক্রিকেটারের।

 

মুমিনুল বলেন, ‘কাল আপনি যা করেছেন, তা ভালো হোক বা খারাপ হোক মনে রাখার দরকার নেই। এটা মনে রেখে আপনি কিছু পাবেনও না। আমিও একইভাবে ভাবছি। আফগানিস্তানের সাথে কী হয়েছিল মনে রাখতে চাই না। কালকের ম্যাচেই মনোযোগ রাখতে চাচ্ছি।’

আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অবশ্যই মাঠে নামার সময় আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করি না। নিজেরা নিজেদের ভালোটা বের করার চেষ্টা করি। সেশন বাই সেশন সফল হওয়ার চেষ্টা করি। এ ক্ষেত্রেও তাই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*