প্রাণের ৭১

আমেরিকার সঙ্গে উদ্ধারকাজে অংশ নেবে ফ্রান্স : ম্যাঁখো

কাবুলের পরিস্থিতির ভয়ানক অবনতি হওয়ার কারণে ফ্রান্স সরকার আমেরিকান মিত্রদের সঙ্গে যৌথভাবে কাজ করা শুরু করেছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো। এই যৌথ কার্যক্রমের মাধ্যমে তারা আফগানিস্তানে আটকে পড়া বিদেশি ও স্থানীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

 

গতকাল বৃহস্পতিবার আইরিশ প্রধানমন্ত্রী মিচেল মার্টিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফরাসি প্রধানমন্ত্রী। সে সময় ম্যাঁখো জানান, পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ার কারণে ফ্রান্স আমেরিকার সঙ্গে সহযোগিতা করা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার কাবুলে ভয়াবহ বিস্ফোরণের পর তিনি এমন পদক্ষেপ নেওয়ার কথা বললেন।

এদিকে, ন্যাটোর প্রধান কমান্ডার জেন্স স্টোলেনবার্গ এক টুইট বার্তায় কাবুলে নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে যত দ্রুত সম্ভব কাবুলে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের প্রতিজ্ঞা করেছেন। তিনি জানিয়েছেন, কাবুলে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করাই বর্তমানে ন্যাটোর মূল লক্ষ্য।

 

সূত্র:  ফ্রান্স ২৪।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*