প্রাণের ৭১

কোভিড-১৯ঃ ফ্রান্সে মৃত্যু লাখ ছাড়াল

করোনা মহামারিতে ইউরোপে ক্ষতিগ্রস্থ দেশগুলোর অন্যতম ফ্রান্সে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ২৯৬ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ১ লাখ ৭৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৪৫ জন।

 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক টুইটার বার্তায় বলেছেন, ‘এই অগ্নিপরীক্ষা থেকে বের হওয়ার লক্ষ্যে আমাদের সমস্ত শক্তি একত্র করা হয়েছে, আমরা কারও চেহারা বা নাম ভুলে যাব না।’

 

করোনাভাইরাসে মৃত্যু তালিকায় বিশ্বের দেশগুলোর মধ্যে অষ্টম স্থানে থাকা ফ্রান্সে শনাক্ত রোগীর সংখ্যাও ৫২ লাখের কাছাকাছি পৌঁছে গেছে।

৫ লাখ ৬৪ হাজারের বেশি মৃত্যু নিয়ে এ সংক্রান্ত তালিকায় সবার ওপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র; এরপর আছে ব্রাজিল, মেক্সিকো, ভারত, যুক্তরাজ্য, ইতালি ও রাশিয়া।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*