প্রাণের ৭১

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহত দুই যুবক কে বা কারা তা জানায়নি র‌্যাব। পরে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে সংবাদকর্মীদের জানানো হয়েছে।

 

রোববার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভারইল গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

 

 

র‌্যাব জানায়, ভোররাতে গফরগাঁও যশরা ইউনিয়ন এর বারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযানে যায় র‌্যাবের টহল দল। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দল। র‌্যাব পাল্টা গুলি চালালে পালিয়ে যায় ডাকাতরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে আহত অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাতকে উদ্ধার করা হয়। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ওই দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

 

 

গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডাক্তার মোসাদ্দেক আহনাদ জানান, সোমবার (১৯ জুলাই) ভোর ৫টার দিকে নিহত দুই যুবককে হাসাপাতালে আনার অনেক আগেই তারা মারা যান।

 

এ তথ্য নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।



(পরবর্তি সংবাদ) »



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*