প্রাণের ৭১

হাজার বছরের মহানায়ক – মোঃ শামসুল আরিফ

হাজার বছরের মহানায়ক

লেখকঃ মো শামসুল আরিফ

 

তিনি হাজার বছরের মহানায়ক।

তিনি পথহারা পথিকের পথপ্রদর্শক।

তিনি সোনার বাঙলার অভিভাবক ।

তিনি জাতীর জনক শেখ মুজিবুর রহমান।

 

তিনি বলতেন বাঙ্গালীদের মুক্তির কবিতা

তিনি জ্বালাতেন বাঙ্গালীদের মুক্তির  আলো।

তিনি বুঁনতেন বাঙ্গালীর নতুন সপ্ন।

তিনি গড়েছেন বাঙালীর বিজয়ের ইতিহাস।

তিনি সাড়ে সাত কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

তিনি এসেছিলেন মানুষের অধিকার আদায় করতে।

তিনি এসেছিলেন মানুষের স্বাধীনতার অধিকার দিতে।

তিনি এসেছিলেন মানুষের অর্থনৈতিক অধিকার দিতে।

তিনি এসেছিলেন মানুষের সামাজিক অধিকার দিতে।

তিনি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমান।

 

বাঙ্গালীদের দিয়েছেন উজাড় করে, নেন নি কিছু।

তিনি মহান নেতা স্বাধীনতার কাব্যের রচয়িতা।

সর্বকালের সর্ব শ্রেষ্ঠ, বাংলাদেশের অপর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

 

লিখেছেন –

মোঃ শামসুল আরিফ

প্রকাশক ও সম্পাদক

www.praner71news.com

 






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*