প্রাণের ৭১

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ইয়াবা এবার সাদা রঙে

র‌্যাবের হাতে জব্দ সাদা রঙের ইয়াবাবাজারে পাওয়া যাচ্ছে সাদা রঙের ইয়াবা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গোলাপি রঙের বদলে সাদা রঙের ইয়াবা বাজারে নিয়ে এসেছে মাদক ব্যবসায়ীরা। শনিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম রামপুরা উলন রোডের থাই আবাসিক এলাকার সামনে থেকে ৮০ পিস সাদা রঙের ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশন্স) বিনা রানী দাস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে আমরা থাই আবাসিক এলাকার এক নম্বর গেটের সামনে অভিযান চালাই। তখন রাজিব মোল্লা (২২) নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। তার কাছে ৮০ পিস সাদা রঙের ইয়াবা ও দুটি মোবাইল সেট পাওয়া যায়।’

আটক রাজিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। সম্প্রতি মাদকবিরোধী অভিযানে কোনঠাসা হয়ে নিত্য নতুন কৌশলের অংশ হিসেবে সে (রাজিব) টেকনাফের এক মাদকব্যবসায়ীর সহায়তায় মিয়ানমারে তৈরি সাদা রঙের ইয়াবা ট্যাবলেট এনেছে।’
জব্দ করা সাদা রঙের এই ইয়াবার মধ্যে নিষিদ্ধ অ্যামফিটামিন উপাদান পাওয়া গেছে বলে জানান বিনা রানী।

তিনি বলেন, ‘মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে মাদকচক্রটি মিয়ানমার হতে গোলাপি রঙের ইয়াবার পরিবর্তে সাদা রঙের ইয়াবা ট্যাবলেট এনেছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*