প্রাণের ৭১

আরও চার সপ্তাহের লকডাউনে ফ্রান্স

প্রাণঘাতী করোনাভাইরাস ইউরোপের উন্নত দেশ ফ্রান্সে মারাত্মক আকার ধারণ করেছে।

এ পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটিতে লকডাউনের মেয়াদ চার সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে আগামী ১১ মে পর্যন্ত ঘরবন্দি থাকছে ফরাসিরা। খবর এএফপি ও রয়টার্সের।

ইমানুয়েল একইসঙ্গে দেশের মানুষকে আশার কথা শুনিয়ে বলেছেন, শুভ দিন অবশ্যই সামনে আসবে। সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ আশার বাণী শোনান।

ফ্রান্সে চার সপ্তাহের লকডাউনের শেষ দিন দিন ছিল সোমবার (১৩ এপ্রিল)। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রেসিডেন্ট নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ান।

ম্যাক্রোঁ বলেন, করোনাবিরোধী লড়াইয়ে অগ্রগতি হয়েছে কিন্তু এখনও আমরা এ যুদ্ধে বিজয়ী হতে পারিনি।

তিনি বলেন, সত্যি কথা বলতে গেলে- এই পরিস্থিতির শেষ হবে এ প্রশ্নের সঠিক কোনো জবাব আমার কাছে নেই।

ফ্রান্সে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৪ হাজার ৯৬৭ জন মানুষ মারা গেছে। গত ১৭ মার্চ থাকে ফ্রান্সে লকডাউন শুরু হয় এবং দেশটির ছয় কোটি ৭০ লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেয় সরকার।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*