আড়াই লাখ ভোটের ব্যবধানে মাশরাফির জয়
            
                     
                        
       		আড়াই লাখেরও বেশি ভোটের ব্যবধানে নড়াইল-২ আসনে জয় পেয়েছে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রবিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে প্রাপ্ত বেসরকারি ফল অনুসারে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি পেয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপির প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান পেয়েছেন মাত্র আট হাজার ৬ ভোট।
এছাড়াও হাতপাখা মার্কায় দুই হাজার ৩৮৯ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম নাসিরুদ্দিন।
« নিজ এলাকায় হারলেন ফখরুল, জিতলেন বগুড়ায় (পূর্বের সংবাদ)
			(পরবর্তি সংবাদ) জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে বিজয়ী যারা »
