প্রাণের ৭১

উল্টো পথে গাড়ি যেতে না দেয়ায় ট্রাফিক পুলিশকে লাঠিপেটা

সিলেটে কর্তব্যরত ট্রাফিক সদস্যকে বেধড়ক লাঠিপেটা করেছেন সরকারি ব্যাংকের এক কর্মকর্তা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে।

মারধরের ঘটনায় পুলিশ বি এম তানজিল আহমদ নামের ওই কর্মকর্তাকে আটক করেছে। তানজিল সুনামগঞ্জ জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তানজিল আহমদ মোটরসাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে আসছিলেন। চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘন করে ওয়ানওয়ে রাস্তার বিপরীত দিকে যেতে চাইলে কতর্ব্যরত ট্রাফিক সদস্য মো. আলী তাকে বাধা দেন। এসময় তানজিল আহমদের সাথে তার বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তানজিল মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্য মো. আলীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারধর করেন।

এসময় চৌহাট্টা পয়েন্টে থাকা অন্য ট্রাফিক সদস্যরা এসে তাকে আটক করেন এবং তার মোটরসাইকেলটি জব্দ করেন।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, ট্রাফিক সদস্যের উপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। আহত ট্রাফিক সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*