প্রাণের ৭১

এখন পাকিস্তানও আমাদের মতো হতে চায়: জাফর ইকবাল

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, একটা সময় ছিল যখন বাংলাদেশের কোন অর্থনীতি ছিল না। কিন্তু বাংলাদেশের অর্থনীতি আজ বিশ্বের অন্যতম অর্থনীতি। আজ বাংলাদেশ একটা অবস্থানে চলে এসেছে। মাথাপিছু জিডিপি আয় এখন কোথায় চলে গেছে। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াচ্ছে। এখন পাকিস্তানও আমাদের মতো হতে চায়। পৃথিবীর সকল দেশ অবাক হয়ে তাকিয়ে থাকে কীভাবে এদেশ এত উন্নতি করছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ বোটানী অলিম্পিয়াডে’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাফর ইকবাল বলেন, বলেন, তোমাদের হাতেই দেশ গড়ার দায়িত্ব। সুন্দরভাবে দেশটা গড়ে তোলার মাধ্যমে তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বোটানি অলিম্পিয়াড ঢাকা বিভাগের আহ্বায়ক মোহাম্মদ মোজাদ্দেদী আলফেসানীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাবি উদ্ভিদবিজ্ঞানবিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাখহরি সরকার, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি ড. এম এ গফুরসহ বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানীরা।

অলিম্পিয়াডে ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় অর্ধসহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*