প্রাণের ৭১

এবার মুসলিম দেশ আলজেরিয়ায় বোরকা নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক- আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়ায় কর্মস্থলে বোরকা নিষিদ্ধ করে পরিপত্র জারি করা হয়েছে। গত ১৮ অক্টোবর কর্মস্থলে বোরকা নিষিদ্ধ করে সরকারি আদেশ জারি করা হয়।

সেখানে বলা হয়, কর্মক্ষেত্রে কর্মীর পরিচয় নিশ্চিত করতে অবশ্যই তার মুখমণ্ডল অনাবৃত রাখা আবশ্যক। এ কারণে কর্মস্থলে নারীদের বোরকা পরা বা মুখ ঢেকে রাখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছে দেশটির জনগণ। এর আগে দেশটির সরকার পরীক্ষা হলে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করেছিল।

এর আগে ডেনমার্ক, ফ্রান্স, বুলগেরিয়া ও লাৎভিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশে বোরকা নিষিদ্ধ করা হলেও এই প্রথম কোনো মুসলিম দেশে বোরকা নিষিদ্ধ করা হল। খবর বার্তা সংস্থা স্পুটনিকের।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*