প্রাণের ৭১

কিবোর্ডে এমন অনেক শর্টকাট আছে যা লেখার সময় ব্যবহার করলে সময় বাঁচে ?!

কম্পিউটার বা ল্যাপটপে যাদের নিয়মিত লেখালেখির অভ্যাস আছে, তারা কিবোর্ডে মোটামুটি অভ্যস্ত হয়ে যায়। কিন্তু কিবোর্ডে এমন অনেক শর্টকাট আছে যা লেখার সময় ব্যবহার করলে সময় বাঁচে, কাজ আরও দ্রুত হয়। অনেকেরই হয়তো শর্টকাটগুলো জানা আছে। বিষয়গুলো আবার জানালাম:

নতুন ফাইল তৈরি, সেইভ, ভিউ এবং প্রিন্ট ডকুমেন্টের জন্য

Ctrl+N- নতুন ডকুমেন্ট শুরু করা।

Ctrl+W- অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা।

Ctrl+S- ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা।

Ctrl+P- প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য।

Alt+Ctrl+I- প্রিন্ট কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা হবে বা প্রিন্ট প্রিভিউ প্রদর্শন করার জন্য

Alt+Ctrl+P- প্রিন্ট লেআউট প্রদর্শন করার জন্য।

Alt+Ctrl+N- ড্রাফট ভিউ প্রদর্শন করার জন্য।

ফাইল খোঁজা, রিপ্লেস এবং ব্রাউজিং

Ctrl+F – কোন ওয়ার্ড সার্চ করার জন্য।

Alt+Ctrl+Y –  আরেকটা ওয়ার্ড সার্চ করার জন্য(একটা সার্চ রিপ্লেস করার পর)

Ctrl +H – রিপ্লেস ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।

Ctrl+G – গো টু ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।

Ctrl+PageUp – পূর্বের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।

Ctrl+PageDown – পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।

এডেট এবং টেক্সট গ্রাফিকস

Ctrl + Backspace – বামদিক  থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।

Delete – ডানদিন থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।

Ctrl + Delete – ডানদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।

Ctrl+ Z – শেষ কাজটি বাতিল করার জন্য।

Ctrl + C – নির্বাচিত টেক্সট কপি করার জন্য।

Ctrl + X – নির্বাচিত টেক্সট কাট করার জন্য।

Ctrl+V – কপি/কাট করা টেক্সট পেস্ট করার জন্য।

Alt+Shift +R –  হেডার অথবা ফুটারের পূর্বের অংশ কপি করার জন্য।

Ctrl +Alt +V – পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শনের জন্য।

Ctrl + Shift + V – শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য।

ইনসার্ট স্পেশাল ক্যারেকটারস

Ctrl+F9 – খালি ফিল্ড ইনসার্ট করার জন্য।

Shift +Enter – একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু করার জন্য্।

Ctrl + Enter – পেজ ব্রেক ইনসার্ট করার জন্য।

Ctrl + shift+ Enter- কলাম ব্রেক ইনসার্ট করার জন্য।

Alt + Ctrl + C – কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য।

Alt+Ctrl+R – রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।

Alt+Ctrl+T – ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।

Alt+Ctrl+Full Stop – তিনটি বিন্দু ইনসার্ট করার জন্য।

সিলেক্ট টেক্সট এবং গ্রাফিকস

Shift + Right Arrow – ডানদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।

Shift +Left Arrow – বামদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।

Ctrl+Shift+RightArrow- শব্দের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।

Ctrl+Shift+Left Arrow- শব্দের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।

Shift+End – লাইনের শেষে সিলেক্ট করার জন্য।

Shift + Home  – লাইনের শুরুতে সিলেক্ট করার জন্য।

Shift + Down Arrow – নিচের একটি লাইন ও সিলেক্ট করার জন্য।

Shift +Up Arrow – উপরের একটি লাইন ও সিলেক্ট করার জন্য।

Ctrl+Shift+Down Arrow – প্যারেগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।

Ctrl+Shift+Up Arrow – প্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।

Shift+Page Down – স্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।

Shift+Page Up – স্ক্রীনের উপরে পূর্ববর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।

Ctrl+Shift+Home – কোন ডকুমেন্টের একদম শুরুতে যাওয়ার জন্য।

Ctrl+Shift+End – কোন ডকুমেন্টের একদম শেষে যাওয়ার জন্য।

Ctrl + A – সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করার জন্য।

টেবিলে টেক্সট সিলেক্ট

Tab – টেবলের পরবর্তী সেল সিলেক্ট করার জন্য।

Shift +Tab – টেবলের পূর্ববর্তী সেল সিলেক্ট করার জন্য।

Shift+Alt+Page Down -উপরের সেল থেকে পুরো কলাম সিলেক্ট করার জন্য।

Shift+Alt+Page Up – নিচের সেল থেকে পুরো কলাম ‍সিলেক্ট করার জন্য।

প্যারাগ্রাফ ফরমেটিং

Ctrl+1- সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য।

Ctrl + 2- ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য।

Ctrl+5 – দেড় লাইন স্পেসিং সেট করার জন্য।

Ctrl+0 – এক লাইন স্পেস দেওয়ার জন্য ২টি প্যারাগ্রাফের মধ্যে।

Ctrl +E- একটি প্যারাগ্রাফকে মাঝখানে সেট করে।

Ctrl+J- একটি প্যারাগ্রাফকে জাস্টিফাইড  অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।

Ctrl+R- একটি প্যারাগ্রাফকে রাইট  অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।

Ctrl+L-  একটি প্যারাগ্রাফকে লেফট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।

Ctrl+M- বাম দিক থেকে ইনডেন্ট দেওয়ার জন্য

Ctrl+Q- প্যারাগ্রাফ ফরম্যাটিং দূর করার জন্য।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*