প্রাণের ৭১

কৃত্রিম উপগ্রহ কোন দেশের কয়টি? জানুন

দীর্ঘ প্রতীক্ষার পর স্যাটেলাইট ক্লাবে পা রাখলো বাংলাদেশ। প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে  উড্ডয়ন করেছে। শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। সেইসঙ্গে  স্যাটেলাইট শক্তিসম্পন্ন বিশ্বের ৫৭তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ।

আধুনিক বিজ্ঞানের অন্যতম আবিষ্কার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই স্যাটেলাইট। । ১৯৫৭ সালে প্রথম মহাকাশে স্পুটনিক-১ নামে স্যাটেলাইট প্রেরণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এরপর অনেক দেশ তাদের অনুসরণ করে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করেছে। বর্তমানে কক্ষপথে দু্ই হাজার দুইশোটির বেশি স্যাটেলাইট রয়েছে।

স্যাটেলাইট উৎক্ষেপণ ও এর গতিবিধি নিয়ে কাজ করে এন২ওয়াইও.কম ওয়েবসাইটের তথ্য মতে, সাবেক সোভিয়েত রাশিয়া ভূক্ত দেশগুলোর সম্মিলিত স্যাটেলাইট সংখ্যা ১৫০৪টি, যুক্তরাষ্ট্রের ১৬১৬টি, চীনের ২৯৮টি, জাপানের ১৭২টি, ফ্রান্সের ৬৮টি, ভারতের ৮৮টি, তুরস্কের ১৪টি, পাকিস্তানের ৩টি, সৌদি আরবের ১৩টি, দক্ষিণ কোরিয়ার ২৪টি, স্পেনের ২৩টি, ব্রিটেনের ৪২টি।

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেশ কিছু স্যাটেলাইট বর্তমানে কক্ষপথে অবস্থান করছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*