চট্টগ্রামে মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে অস্ত্র, ইয়াবাসহ আটক ২
 
            
                     
                        
       		-চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ২০ হাজার ইয়াবা ও ৮টি অস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাব।
রবিবার মহানগরীর লালখান বাজার এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার চাটখিল থানাধীন শিবরামপুর এলাকার আমির হোসেনের ছেলে আল শাহরিয়ার (২৫) এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পু্লিশ সুপার মিমতানুর রহমান জানান, দুই মন্ত্রণালয়ের ভুয়া স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসে কৌশলে লুকানো অস্ত্র ও ইয়াবা বহন করা হচ্ছে এমন তথ্য জানা ছিল। সেই তথ্যের ওপর ভর করে টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে আসা মাইক্রোবাসটির ওপর র্যাবের একটি টিম নজর রাখে।
সর্বশেষ বিকাল সাড়ে ৩টার দিকে লালখানবাজারে চেকপোস্ট বসিয়ে গাড়িটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

 
	