প্রাণের ৭১

চট্টগ্রামে শিশু ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কথিত বন্দুকযুদ্ধে নিহত বেলাল

 

চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে শিশু ধর্ষণের এক ডজন মামলা রয়েছে থানায়।

 

বুধবার গভীর রাতে চট্টগ্রামের সমবায় আবাসিক এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকারের ভাষ্য।

 

নিহত বেলাল হোসেন দফাদারের বয়স ৩৭ বছর, বাড়ি পটুয়াখালী জেলায়। চট্টগ্রামে তিনি অটোরিকশা চালাতেন।

 

ওসি প্রিটন সরকার বলেন, “বেলাল একজন সিরিয়াল শিশু ধর্ষক। ছিন্নমূল ও নিম্ন আয়ের লোকজনের বসবাস আছে এমন এলাকার শিশুদের ফুসলিয়ে নিয়ে গিয়ে সে ধর্ষণ করত।”

 

বায়েজিদ ও আকবর শাহ থানায় বেলালের বিরুদ্ধে শিশু ধর্ষণের অন্তত ১২টি মামলা আছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ২০১৬ সালে এক শিশুকে ‘ফুসলিয়ে নিয়ে’ যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে বেশকিছু দিন কারাগারে ছিলেন বেলাল। জামিনে ছাড়া পেয়ে আবার সে একই কাজে জড়িয়ে পড়ে।

 

“বেলাল ১০ বছরের কম বয়েসী মেয়ে শিশুদের টার্গেট করত। তাদের ফুসলিয়ে সিএনজিতে তুলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করত। আবার রেখে যেত ওই এলাকায়।”

 

গত ১২, ১৭ ও ২০ জুলাই এভাবে সে বায়েজিদ এলাকার তিন শিশুকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ পায় পুলিশ।

 

ওসি প্রিটন সরকার বলছেন, সমবায় আবাসিক এলাকায় বেলাল ও তার সহযোগীরা অবস্থান করছে খবর পেয়ে পুলিশ বুধবার গভীর রাতে সেখানে অভিযানে যায়।

 

“পুলিশ দেখে বেলালের সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। গোলাগুলি থামলে বেলালকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়।”

 

পরে বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।bdnews






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*