প্রাণের ৭১

জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার শুভ জন্মদিন আজ

মোহাম্মদ হাসানঃ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৫তম শুভ জন্মদিন আজ। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা ১৯৫৫ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল দুষ্কৃতিকারী সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সবাই নিহত হলেও বেলজিয়ামে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।

পরবর্তীতে প্রতিকূল পরিবেশে দেশে ফিরতে না পেরে দীর্ঘদিন দুই বোন বিভিন্ন দেশ ঘুরে অবশেষে ভারতে থাকতে বাধ্য হন। পরে লন্ডনে গিয়ে সেখানে স্থায়ী হন শেখ রেহানা।

সমাজসেবা ও গবেষণামূলক কাজের সাথে জড়িত থাকার পাশাপাশি তিনি লিখালিখিও করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ: বাঙালির কলঙ্কমোচন ( সম্পাদিত), সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (সম্পাদিত), বাংলাদেশের জাতীয় নির্বাচন ২০০৯ (সম্পাদিত)।

তিন সন্তানের জননী শেখ রেহানা ব্যক্তিগতভাবে এখনো কর্মজীবী। ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও দুই কন্যা টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিক। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের একজন নির্বাচিত কাউন্সিলার।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*