প্রাণের ৭১

জাতীয় পার্টি ছাড়া পরিবর্তন সম্বব নয়- এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন মাদকের ছোবলে টালমাটাল। আর সুশাসনের অভাবে দেশে ধর্ষণ বহুগুণ বেড়ে গেছে।

বেড়ে গেছে খুন, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি আর দলবাজি। দেশটা অধঃপতনে গেছে। কিন্তু আমরা বাঁচতে চাই, দেশ ও মানুষ বাঁচাতে চায়। তাই পরিবর্তন প্রয়োজন। আর জাতীয় পার্টি ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ঘরে ঘরে চাকরি দেবার কথা শুনেছিলাম। এখনো ঘরে ঘরে চাকরি হয়নি। তবে ঘরে ঘরে চলে গেছে ইয়াবা।

তিনি বলেন, আমাদের হাতে আজ কিছু নেই। হাসি নেই, আনন্দ নেই, শান্তি নেই, বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, নিরাপত্তা নেই, নাগরিক অধিকার নেই, শ্রমিকের কাজ নেই, কৃষকের খাওয়া নেই, বেকারের বাঁচার পথ নেই, শুধু নেই আর নেই। এই শৃঙ্খল আজ আমাদের ভাঙতে হবে। এটাই হোক মে দিবসের অঙ্গীকার।

 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*