প্রাণের ৭১

জাল সনদের পাইলট, এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ পাকিস্তানি বিমান

একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ছে পাকিস্তান এয়ারলাইন্সের বিমানগুলো। ইউরোপীয় ইউনিয়নকে দিয়ে শুরু। তাদের পদাঙ্ক অনুসরণ করেছে ভিয়েতনাম ও যুক্তরাজ্য। পাইলটদের জাল লাইসেন্স ইস্যুতে এবার দেশটির ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরিবহন দফতরের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের পরিবহন দফতরের পক্ষ থেকে বলা হয়, ফেডারেল আভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের(এফএএ) পাকিস্তানের পাইলটদের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন ওঠার পর শঙ্কিত ছিল। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনেও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এর আগে ইউরোপীয় ইউনিয়নের অ্যাভিয়েশন সেইফটি এজেন্সি (ইএএসএ) সদস্য রাষ্ট্রগুলোও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করে।

 

গত মে মাসে পাকিস্তানের করাচিতে অভ্যন্তরীণ একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জন নিহত হন। ওই ঘটনার পরই পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ওই ঘটনার পর তদন্ত প্রতিবেদনে প্রকাশের সময় পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার জানান, তার দেশের ৪০ শতাংশ (৮৬০ জনের মধ্যে ২৬২) পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালান। জাল লাইসেন্স ইস্যুতে পিআইএ তাদের ৪৩৪ জন পাইলটের মধ্যে ১৫০ জনকে ইতোমধ্যে ‘গ্রাউন্ডেড’ বা নিষিদ্ধ করেছে।

সূত্র: এনডিটিভি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*