প্রাণের ৭১

তিউনিসিয়া উপকূলে আবারো নৌকাডুবি, ৮০ জনের মৃত্যুর আশঙ্কা

তিউনিসিয়া উপকূলের জার্জিস শহরের কাছে আবারো অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

 

 

 

বৃহস্পতিবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই নৌকার চার আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরে একজনের মৃত্যু হয়েছে। জীবিত তিন জন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি।

 

ধারণা করা হচ্ছে, নৌকাডুবির শিকার যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন।

 

প্রসঙ্গত, গত ১০ মে তিউনিসিয়া উপকূলে অপর এক নৌকাডুবিতে অন্তত ৬৫ জন অভিবাসীর মৃত্যু হয়। লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ৭৫ আরোহী নিয়ে রওনা দেয় একটি বড় নৌকা। ভূমধ্যসাগরে আরেকটি ছোট নৌকায় তাদের তোলার কিছুক্ষণের মধ্যেই তা ডুবে যায়। তিউনিস রেডক্রিসেন্ট জানায়, ওই নৌকার আরোহীদের মধ্যে ৫১জন বাংলাদেশি ছিল। এদের মধ্যে ৩৭ জন প্রাণ হারায়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*