প্রাণের ৭১

থার্টি ফার্স্টে কোনো উদযাপন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নির্বাচনের পরের দিন ‘থার্টি ফার্স্ট নাইট’ হওয়ায় ওই দিন সব ধরনের উদযাপনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ৩০ তারিখ আমাদের নির্বাচন। সেটাকে লক্ষ্য রেখেই আমাদের নিরাপত্তা বাহিনী নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন। কাজেই আমরা নিরুৎসাহিত করছি কোনো জায়গায় যেন থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠান না হয়। এজন্য বিশেষ করে খোলা জায়গায় বা বাসার ছাদে অনুষ্ঠান করা যাবে না।

থার্টি ফার্স্টে কোথাও কোনো অনুষ্ঠান আয়োজন করে সেখানে ডিজে পার্টি করা, আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না বলেও জানান তিনি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*