প্রাণের ৭১

দায়িত্ব নিচ্ছেন ভিপি নুরু

প্রায় তিন দশক পরে ডাকসু নির্বাচনের রুদ্ধ দুয়ার খুলেছে ঠিকই, কিন্তু নির্বাচিতরা সবাই দায়িত্ব নিবে কিনা সেটা নিয়ে ধোয়াশা কাটছিল না। শুরু থেকে সিদ্ধান্তহীনতায় থাকলেও শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন নুরুল হক নুর। এরইমধ্যে ডাকসু ভবনে অফিসকক্ষ বুঝে পেতে কোষাধ্যক্ষকে চিঠি দিয়েছেন তিনি। নূরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডাকসুর নির্বাচিতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছাত্রলীগও। চ্যানেল ২৪

 

৩) নির্বাচনের দিন থেকেই আলাদা আন্দোলনে নামে ৬টি প্যানেল। দায়িত্ব নেয়ার বিষয়টি শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার ওপর ছেড়ে দিয়েছিলেন নবনির্বাচিত ভিপিও। দায়িত্ব নেয়ার বিষয়টি খোলাসা না করলেও ডাকসুর অফিসকক্ষ বুঝিয়ে দিতে কোষাধ্যক্ষের কাছে ভিপি হিসেবে চিঠি দিয়েছেন নুরুল হক নুর। বিষয়টি স্বীকার করেছেন ভিপি।

 

 

 

৪) দায়িত্ব নেয়া নিয়ে জলঘোলাকে অযাচিত মন্তব্য করে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা জানিয়েছেন নতুন এজিএস সাদ্দাম হোসেন।

 

৫) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ বলেন, সবাই দায়িত্ব নিয়ে কাজ করলে, শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, সামগ্রিক রাজনীতিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডাকসু।

 

৬) নির্বাচিতদের সবার দায়িত্ব নেয়াকে সাধুবাদ জানিয়েছেন ভোটাররাও।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*