প্রাণের ৭১

ধর্ষণের শাস্তি ফাঁসি মন্ত্রীসভায় অনুমোদন কাল রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

মোহাম্মদ হাসানঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া অনুমোদন দিয়েছেন মন্ত্রীসভা।

আজ ১২ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকে এ আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছেন। যা আগামীকাল মহামান্য রাষ্টপতির অধ্যাদেশ জারি হবে।

বিষয়টি নিশ্চিত করে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ মাধ্যমকে জানান, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর খসড়া অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা।

নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পরই দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেসব আন্দোলন থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যদণ্ডের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে গেল ৮ অক্টোবর আইনমন্ত্রী বলেছিলেন জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি বিবেচনা করবে সরকার।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*