প্রাণের ৭১

নতুন মন্ত্রীসভায় ডাক পেলেন যারা

নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

রোববার দুপুর থেকে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের জন্য আমন্ত্রণ পেতে শুরু করেছেন তারা। আমন্ত্রণ পাওয়া একাধিক নেতা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে শপথগ্রহণের জন্য যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন-

ওবায়দুল কাদের, তাজুল ইসলাম, ড. আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি, আসাদুজ্জামান খান কামাল, আ হ ম মুস্তফা কামাল, আনিসুল হক, এমএ মান্নান, শাহরিয়ার আলম, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর উশৈ সিং, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, সাহাবুদ্দিন আহমেদ

এছাড়া আরও রয়েছেন, ড. আবুল মোমেন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ডা. এনামুর রহমান, শ ম রেজাউল করিম, এনামুল হক শামীম, টিপু মুনশী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আশরাফ আলী খান খসরু, আ ক ম মোজাম্মেল।

ইতিমধ্যে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, খালিদ মাহমুদ চৌধুরী। তারা সাংবাদিকদের কে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবসময় আমাদের সঙ্গে ছিলেন। আশা করি আপনাদের সহযোগিতায় আমরা দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে পারব।

জানা গেছে, নতুন সরকারে ৪৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এর মধ্যে পূর্ণাঙ্গ ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন।

উল্লেখ্য,সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন মন্ত্রিসভা ঘোষণার জন্য আজ বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*