প্রাণের ৭১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলা, বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের কারাগারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালত এ আদেশ দেন বলে চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া জানান।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-ে দ-িত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।
বিজন কুমার বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জামিনে গিয়ে পলাতক ছিলেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে গত ৩০ মে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন। মামলায় আরও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ২৯ মে ফটিকছড়িতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*