প্রাণের ৭১

ফেনীতে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত

ফেনীর দাগনভূঞা উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতরা মাদক কারবারি বলে দাবি করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত দুইজন হচ্ছেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল মাদক নিয়ে মাদক কারবারিদের একটি দল লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে। এমন গোপন খবরে সন্দেহজনক একটি কভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব সদস্যরা।

এসময় কা্ভার্ডভ্যানটি সিলোনিয়া এলাকায় পৌঁছানোর পর মাদক কারবারিরা গাড়ি থেকে নেমে র‌্যাব সদস্যদের গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থল থেকে মাদক কারবারি এনামুল ও আসাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি এবং ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নিহত দুইজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*