প্রাণের ৭১

ফেনীতে হলুদ মরিচে ভেজাল, পাঁচ ব্যবসায়ীর দণ্ড!

ফেনীতে বৃহস্পতিবার দিনব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণের মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। সেই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

অভিযানে হলুদ মরিচের গুঁড়ায় ভেজাল ব্যবহারের অপরাধে ফেনীর তাকিয়া রোডের পাঁচজন ব্যবসায়ীকে পাঁচ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা গেছে ৩৫ বছর বয়সী মো. ইউসুফ, মো. দুলালকে (৫০) এবং সমীর সাহাকে (৫০) এক লাখ ৫০ হাজার টাকা করে এবং আব্দুল কাদের ও মো. শামীমকে (৫০) ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও অভিযান পরিচালনা করা হয় ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে। এ সময় শহরের ট্রাংক রোড ও মিজান রোডের রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

বড় মসজিদের সামনে সাতটি সিএনজির চালককে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও ট্রাংক রোডের হাজীর বিরিয়ানিকে ঢাকার প্রতিষ্ঠানের নাম নকল করার অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*