প্রাণের ৭১

ফেনী নদীতে পানি বিপদ সীমার উপরে

ফেনী প্রতিনিধিঃ ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনীতে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে মুহুরী নদী।

মঙ্গলবার বিকাল থেকে নদীতে পানি বেড়ে যাওয়ায় মুহুরী নদীর বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে বলে জানান ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম।

তিনি বলেন, গত তিন দিনের টানা বর্ষনে ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাঁধে বসবসকারীদেরকে সর্তক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাতে মধ্যে পানি আরও বাড়লে বাঁধের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।

পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিয়মিত মনিটর করছে বলেও জানান তিনি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*