প্রাণের ৭১

“ফেসবুক কেন, ক্ষতিকর যা কিছু সব বন্ধ করা হবে”

বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হলে ফেসবুকসহ যে কোন কিছু বন্ধ করতে হবে।

“আমার কাছে রাষ্ট্রটা অনেক বড়। রক্ত দিয়ে ওটা তৈরি করেছি। আমার রাষ্ট্রকে আমি কোনভাবে বিপন্ন হতে দিতে পারি না,” বিবিসি বাংলাকে মি: জব্বার বলেন।

”এটা প্রযুক্তির জন্য না কোনকিছুর জন্যই না….সহজ হিসাব, ” তিনি বলেন।

“রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর ফেসবুক কেন, যা ক্ষতিকর হবে তাই বন্ধ করতে হবে।”

সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল ব্যবহার যেমন লক্ষ্য করা গেছে।

আর তা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে খোলাখুলি বিরক্তিপ্রকাশ এবং নেতিবাচক মন্তব্যও করা হয়েছে।

আন্দোলনের সপ্তম দিনে সরকার ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট ব্লক করে রেখেছিলো। প্রয়োজনে ফেসবুক বন্ধ করা হতে পারে এমন হুশিয়ারিও দেয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সরকার কি অসহিষ্ণু হয়ে পড়ছে?

এমন প্রশ্নে মি: জব্বার বলেন, “ফেসবুকের মাধ্যমে যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে গুজব রটেছে, সরকারের যদি ধৈর্য না থাকত, তাহলে তো ফেসবুক সাটডাউন (বন্ধ) করে দেয়ার কথা ছিল। সেটা করি নাই। ধৈর্যের পরিচয়ই দিয়েছে।”

মিঃ জব্বার জানিয়েছেন, গুজব বা ভুয়া বা অসত্য সংবাদ ফিল্টারিং এর জন্য এ বছরের শেষ নাগাদ সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং খবর যাচাই-বাছাই এর ব্যবস্থা করা হবে।

বাংলাদেশে ২০১৫ সালে নিরাপত্তাজনিত কারণে ২২ দিন বাংলাদেশে ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি অ্যাপ বন্ধ রেখেছিল সরকার।

গত ২৯শে জুলাই বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হবার দিন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*