প্রাণের ৭১

ফ্রান্সে রেকর্ড জরিমানার মুখে গুগল ও আম্যাজন

ছবিঃ অনলাইন

অনলাইন বিজ্ঞাপন ট্র্যাকার (কুকিস) বিষয়ে নীতিমালা অমান্য করায় গুগলকে রেকর্ড ১০ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্সের ডেটা গোপনতা নীতিনির্ধারক সংস্থা সিএনআইএল।

বৃহস্পতিবার সিএনআইএল জানিয়েছে, একই নীতিমালা ভাঙ্গার কারণে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকেও সাড়ে তিন কোটি ইউরো জরিমানা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, কম্পিউটারে বিজ্ঞাপনের কুকিস মজুদ করার আগে গ্রাহকের স্পষ্ট সম্মতি নিচ্ছে না গুগল এবং অ্যামাজনের ফরাসি ওয়েবসাইট।

নীতিনির্ধারক সংস্থাটি আরও জানিয়েছে, এই অনলাইন ট্র্যাকারগুলো প্রতিষ্ঠান দু’টি কীভাবে ব্যবহারের পরিকল্পনা করছে সে বিষয়েও গ্রাহককে স্পষ্ট তথ্য জানাতে ব্যর্থ হয়েছে গুগল এবং অ্যামাজন।

প্রতিষ্ঠানের ফরাসি ওয়েবসাইটের গ্রাহকরা কীভাবে এই কুকিস ব্যবহারে অসম্মতি জানাতে পারবে সে বিষয়টি জানানো হয়নি।

সিএনআইএল জানিয়েছে, তথ্য ব্যানার বদলানোর জন্য অ্যামাজন এবং গুগলের তিন মাস সময় রয়েছে। তারা যদি এটি বদলাতে ব্যর্থ হয় তবে, পরিবর্তন না আনা পর্যন্ত প্রতিদিনের জন্য বাড়তি এক লাখ ইউরো জরিমানা গুণতে হবে।

সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, গুগলের এই জরিমানা সিএনআইএল-এর সর্বোচ্চ।



« (পূর্বের সংবাদ)



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*