প্রাণের ৭১

বাংলাদেশের অসাধারন বোলিং। চাপে ভারত।

মেয়েদের এশিয়া কাপ ফাইনালে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু করেছে সালমা খাতুনের দল
কুয়ালালামপুরে মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ভারতকে ভালোই চাপে ফেলেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারতের স্কোর এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৭ উইকেটে ৮০।
কাল মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেই ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। সেই ইতিহাসকে আজ আরও উচুঁতে নিয়ে যাওয়ার সুযোগটা ভালোই কাজে লাগাচ্ছেন খাদিজাতুল কুবরা-জাহানারা আলমরা। এ পর্যন্ত ছয়বার অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপে প্রতিবারই চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জয়ের সুযোগটা কি কাজে লাগাতে পারবে সালমা খাতুনের দল?
এই প্রশ্নের জবাব খুঁজতে নেমে সালমাদের শুরুটা হয়েছে দারুণ। চতুর্থ ওভারেই ভারতীয় ওপেনার স্মৃতি মন্দনাকে(৭) রান আউট করেন সালমা। ভারতের রানের চাকাও শুরুতে ভালোই আটকে রাখে বাংলাদেশ। প্রথম ৫ ওভারের মধ্যে ২৩টি বল ‘ডট’ দিয়েছে বোলারেরা। রান তোলার চাপে পড়ে সপ্তম ওভারে দীপ্তি শর্মাকেও (৪) হারায় ভারত। তাঁকে সরাসরি বোল্ড আউট করেন জাহানারা। ভারতের স্কোর তখন ৬.৪ ওভারে ২ উইকেটে ২৬। এখান থেকে ৬ রানের ব্যবধানে ভারতের আরও ২টি উইকেট তুলে নিয়েছে মেয়েরা। সাত, আট ও নয়—এই তিন ওভারে ৩ উইকেট হারিয়েছে ভারত।
দীপ্তি ফিরে যাওয়ার পরের ওভারেই ওপেনার মিতালি রাজকে (১১) তুলে নেন খাদিজা। নবম ওভারে আনজুয়া পাতিল (৩) আউট হয়েছেন নিজের কৃতকর্মের মাশুল গুণে। ৮.২ ওভারে রান নিতে গিয়ে নিজের প্রান্তে ফেরার সময় উইকেটরক্ষকের থ্রো দেখে তিনি উইকেট ঢেকে দৌড়ান। সালমারা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করলেও মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। কিন্তু থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। ১৩তম ওভারে ভেদা কৃঞ্চমূর্তিকেও তুলে নেন অধিনায়ক সালমা। তাঁকে বোল্ড আউট করেন এই স্পিনার।
১৫তম ওভারে ২ উইকেট তুলে নেন রুমানা আহমেদ। দ্বিতীয় বলে তাঁকে ডাউন দ্য উইকেট এসে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তানিয়া ভাটিয়া। তিন বল পর শিখা পাণ্ডেকে শামীমা সুলতানার ক্যাচে পরিণত করেন রুমানা।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*