প্রাণের ৭১

বারৈয়ারহাট শাহ আমানত হোটেল থেকে র‍্যাবের অভিযানে দু’ইয়াবা ব্যাবসায়ী আটক

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-৭, ফেনী ক্যাম্প

ঘটনার বিবরণে প্রকাশ, র‌্যাব-৭, ফেনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাটস্থ শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানী হাউজ এর ভি আই পি কেবিনের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে ।

উক্ত সংবাদের ভিত্তিতে ১৩ অক্টোবর ২০২০ রাত ২১.০০ ঘটিকার সময় র‌্যাব-৭,ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাটস্থ শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানী হাউজ এর ভি আই পি কেবিনের ভিতর উপস্থিত হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ০২ জন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা উক্ত স্থান হইতে আসামী ১। মোঃ নজরুল ইসলাম (২৬), পিতা-  মোঃ আবুল কালাম, সাং- মুরাদপুর, ২। আবদুল্লা আল নোমান (২৪), পিতা-মোঃ রফিক উদ্দিন, সাং- হিংগুলি, উভয় থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে তল্লাশী করিয়া তাহাদের নিকট হইতে সর্বমোট ৯৫৫ (নয়শত পঞ্চান্ন) পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতঃ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সীমান্তবর্তী এলাকা হইতে আনয়ন করিয়া ফেনী চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করিয়া আসিতেছে । উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ ৭৭ হাজার ৫০০ শত টাকা।

আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*