প্রাণের ৭১

বিশ্বে করোনায় মৃত্যু দুই লাখ তিন হাজার!

মোহাম্মদ হাসানঃ একুশ শতকের ভয়াবহ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ রোববার সকালে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৯ লাখ ২১ হাজার ৫১৩ জন। তাদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ৮০ হাজার ৯৩৮ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৮৬৪ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮  লাখ ৩৭ হাজার ৩০ জন সুস্থ হয়ে উঠেছে এবং ২ লাখ ৩ হাজার ২৯৯ জন রোগী মারা গেছে।

করোনায় প্রথম মৃত্যুর পর ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৮২ দিন। এক লাখ মানুষ মারা যেতে সময় লেগেছে ৯০ দিন। আর গত ১৫ দিনে বিশ্বজুড়ে মারা গেছেন আরও এক লাখ মানুষ। এপ্রিলে গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৬ হাজারের বেশি মানুষ। সব মিলে করোনা কেড়ে নিয়েছে দুই লাখ মানুষের প্রাণ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।গতকাল মধ্যরাতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*