প্রাণের ৭১

ভারতের গরুকে ‘রাষ্ট্র মাতা’ ঘোষণার প্রস্তাব পাস উত্তরাখণ্ড বিধানসভায়

গরুকে ‘রাষ্ট্র মাতা’ ঘোষণার প্রস্তাব পাস করেছে ভারতের উত্তরাখণ্ড বিধানসভা। এই প্রস্তাব এখন কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। বুধবার সর্বসম্মত ভোটে এই প্রস্তাব পাস করেছে উত্তরাখণ্ড বিধানসভা।

এই প্রস্তাব বিধানসভায় রেখেছিলেন রাজ্য পশুপালনমন্ত্রী রেখা আর্য। পিটিআই অনুযায়ী, বিধানসভায় এই প্রস্তাব পেশ করার সময়ে রেখা আর্য দাবি করেন, গরুই একমাত্র প্রাণী যে শ্বাস গ্রহণের সময় যেমন অক্সিজেন নেয় তেমনি শ্বাসত্যাগ করার সময়েও অক্সিজেন নিঃসৃত হয়।

এছাড়া তিনি আর্য, গো-মূত্রের ঔষধি গুণাবলী সম্পর্কেও বিধায়কদের সচেতন করেন। আর্যর দাবি, মাতৃদুগ্ধের পরেই সদ্যজাতের জন্যে গরুর দুধ সবচেয়ে উপযোগী।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রকাশ পান্ত জানিয়েছেন, আমাদের সমাজ এবং ধর্মে গোরুর আলাদা স্থান রয়েছে। তবে গরুকে রাষ্ট্র-মাতা বলা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রই।

উল্লেখ্য, উত্তরাখণ্ডই ভারতের প্রথম রাজ্য যেখান থেকে গরুকে রাষ্ট্র মাতা ঘোষণার প্রস্তাব পাস হয়েছে। -টাইমসনাউনিউজ






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*